Laptop USB Port Problem and Solution at WIT Computers

Laptop USB Port Problem and Solution at WIT Computers
ল্যাপটপ ইউ. এস. বি পোর্ট (USB Port) সমস্যা ও সমাধান

ল্যাপটপ / ডেক্সটপ উভয় কম্পিউটারের ক্ষেত্রে এমন একটি অংশের অস্থিত্ব রয়েছে যা এই দুই যন্ত্রের বেলায় ইনপুট ও আউটপুট এর ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। আর এই বিশেষ অথচ ক্ষুদ্র ডিভাইস্-টির নাম ”ইউ. এস. বি পোর্ট (USB Port)”, যা ল্যাপটপ / ডেক্সটপ উভয় কম্পিউটারের একটি গুরুত্ব অঙ্গ বিশেষ। ইউ. এস. বি (USB- Universal Serial Bus) ব্যাতীত আজকাল উক্ত যন্ত্রগুলি প্রায় অকেজো। তথ্য-উপাত্ত বা ডাটা আদান-প্রদানের অন্যতম মাধ্যম হিসেবে ইউ. এস. বি (USB) ভিন্ন ভিন্ন ভার্সনের হয়ে থাকে। যেমনঃ ১.০, ২.০, ৩.০ ইত্যাদি। ইউ. এস. বি (USB)-এর এই ভিন্ন ভিন্ন ভার্সন মূলত উক্ত ইউ. এস. বি পোর্ট(USB Port)-এর ডাটা স্থানান্তরের গতির নির্দেশক বা পরিমাপক। অর্থাৎ কতটা দ্রুততার সাথে ডাটা ট্রান্সফার করতে সক্ষম তা বোঝাতে এই ভার্সন ব্যবহার করা হয়ে থাকে।

আপনার ল্যাপেটপে যে ভার্সনের ইউ. এস. বি (USB) থাকুক না কেন তা যদি সঠিকভাবে কার্য সম্পাদনে ব্যর্থ হয়, তাহলে আজকালের যুগে আপনার ল্যাপটপের প্রয়োজনীয়তা শূন্যের কোঠায় চলে আসবে। সত্যিকারঅর্থে, তথ্য-উপাত্ত আদান-প্রদানের ক্ষেত্রে USB (Universal Serial Bus) এর কোন বিকল্প নেই বললেই চলে। তবে আশার আলো এই যে, USB কাজ না করলে ইন্টারনেটের মাধ্যমে ডাটা আদান-প্রদান করা যেতে পারে।

✪✪ ইউ. এস. বি পোর্ট (USB Port) কাজ না করার সম্ভাব্য কিছু কারন নিরুপণ করা গেলঃ
WIT Computers

➤ যেহেতু USB পোর্টে পেনড্রাইভ বা অন্যান্য রিলেটেড ডিভাইস দ্বারা সংযুক্তকরন প্রক্রিয়া সারাক্ষণ-ই অব্যহত থাকে, ফলে প্লাস্টিক দ্বারা নির্মিত USB Port-টি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং উক্ত পোর্টের অভ্যন্তরে অবস্থিত কপার / তামা দ্বারা নির্মিত পিনসমূহের স্থান বিচ্যুতি বা ভেঙ্গে যেতে পারে।

➤ সঠিক ড্রাইভার ইন্সটলেশনের অভাবে USB Port কাজ নাও করতে পারে। তবে ১.০ ও ২.০ ভর্সনের USB এর ক্ষেত্রে সাধারনত ড্রাইভার এর প্রয়োজনীয়তা দেখা দেয় না। কিন্তু আজকাল USB ভার্সন ৩.০ এর ক্ষেত্রে অপরেটিং সিস্টেমের সংস্করনের ভিত্তিতে ড্রাইভার ইন্সটলেশনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, যদি USB কাজ না করে।

➤USB পোর্ট রিলেটেড DLL File Missing এর কারনে USB অকার্য কর হতে পারে।

➤ মাদারবোর্ডের USB রিলেটেড কন্ট্রোলার IC এর জটিলতার কারনেও USB নিস্ক্রিয় থাকতে পারে।

✪✪ ইউ. এস. বি পোর্ট (USB Port) নষ্ট হলে কী করবেনঃ
WIT Computers

➤USB Port ভেঙ্গে গেলে অথবা কপার নির্মিত পিনসমূহের স্থান বিচ্যুতি ঘটলে যতটা দ্রুত সম্ভব নতুন USB Port লাগিয়ে নিন, অথবা উক্ত (নষ্ট) USB Port ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ভোল্টেজ ওঠা-নামার কারনে সর্ট সার্কিট হয়ে ল্যাপটপের মূল মাদারবোর্ডটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

➤যদি লক্ষ্য করেন যে আপনার USB পোর্টে উপরেল্লিখিত দুটি বিষয়ের মধ্যে কোনটিই সংগঠিত হয়নি, তারপরেও যদি USB Port কাজ না করে অথবা একটি USB Port কাজ করলেও অন্যান্য USB Port-গুলি কাজ করছে না, তখন আপনি যথাযথ USB রিলেটেড ড্রাইভার ইন্সটলেশন করে দেখতে পারেন।

➤ড্রাইভার ইন্সটল করার পরও যদি USB কাজ না করে তাহলে নতুন করে অপারেটিং সিস্টেম অথবা BIOS সেটিংস্ চেক করুন।

➤উপরোক্ত পন্থাসমূহ প্রয়োগ করার পরও যদি USB Port কাজ না করে তাহলে মাদারবোর্ড-এ আবস্থিত USB কন্ট্রোলার IC জনিত (সম্ভাব্য) সমস্যা হতে পারে। সেইক্ষেত্রে আপনাকে অবশ্যই মাদারবোর্ডের সার্কিট লেভেল-এ অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ানের শরণাপন্ন হতে হবে।

উল্লেখ্য যে, USB কন্ট্রোলার IC রিপ্লেস করতে গেলে সিস্টেমবোর্ড অকেজো হওয়ার সম্ভাবনা থেকে যায়।

পরিশেষে, ল্যাপটপের জন্য USB Port অতীব প্রয়োজনীয় একটি ডিভাইস। সেই কারনে আপনি যদি ল্যাপটপের USB Port জনিত সমস্যায় ভুগতে থাকেন, তাহলে এই জটিলতা নিরসনে উইট কম্পিউটারস্ হলো সল্যুশন মেকার, কেননা WIT Computers-এ রয়েছে একঝাঁক অভিজ্ঞ টেকনিশিয়ান এবং USB Port সহ রয়েছে অন্যান্য যাবতীয় ল্যাপটপ পার্টস্ এর এক বিশাল সম্ভার।

ধন্যবাদান্তে,
WIT Computers
www.witcomputers.com
Hot Line: ✆ 01688666777
☏ 02-9614603. ✆ 01713016513
✐ Business Hour: (10:00AM To 08:00PM).
✐ Friday Hour: (03:00PM To 08:00PM).

error: Content is protected !!