Laptop Webcam Problem and Solution WIT Computers

Laptop Webcam Problem and Solution
ল্যাপটপ ওয়েবক্যামেরা বা ওয়েব ক্যাম সমস্যা ও সমধান
WIT Computers
প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে আমরা 3G এবং 4G সেবা পেয়ে গেছি আমাদের হাতের মুঠোতে। অনলাইন যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা এখন বিভিন্ন ধরনের মেসেন্জার ব্যবহার করে থাকি। যার ফলে ওয়েবক্যামেরা Webcam এর ব্যবহার দিনদিন বেড়েই চলেছে।

ল্যাপটপ Webcam দুই ধরণের হয়ে থাকে। Internal Webcam বা অভ্যন্তরীন ওয়েবক্যাম, যা ল্যাপটপের অভ্যন্তরে Fixed বা স্হায়ীভাবে সম্পৃক্ত থাকে। অন্যটি হলো Expernal Webcam বা বাহ্যিক ওয়েবক্যাম, যা ল্যাপটপের সাথে USB দ্বারা সংযুক্ত হয়ে থাকে। নানাবিধ কারণে এই Internal Webcam বা অভ্যন্তরীন ওয়েবক্যাম কাজ নাও করতে পারে।

✪✪ল্যাপটপ ওয়েবক্যাম কাজ না করার সম্ভাব্য কিছু কারণঃ
➤ওয়েবক্যামের Capturing Chip Burn বা পুড়ে গিয়ে থাকতে পারে।
➤PCB Board Over Heated বা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।
➤ওয়েবক্যামের লেন্স ঝাপসা বা ঘোলা হয়ে যেতে পারে।
➤PCB Short থাকলে ওয়েবক্যামেরা Detect নাও করতে পারে।

✪✪ল্যাপটপ ওয়েবক্যাম সমস্যার সমাধানঃ
সাধারণত ল্যাপটপের ওয়েবক্যাম নষ্ট হয়ে থাকলে তা মেরামতযোগ্য নয়। সুতরাং ল্যাপটপ ওয়েবক্যাম পুনরায় সচল করতে নতুন ওয়েবক্যাম প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে। এমতাবস্থায় আপনার ল্যাপটপের জন্য কাঙ্খিত ওয়েবক্যামটি খুঁজে পেতে “উইট কম্পিউটারস্”-এ যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে পাবেন যেকোন মডেলের ল্যাপটপের জন্য অ্যারিজিনাল পার্টস্।

WIT Computers
www.witcomputers.com
Hot Line: ✆ 01688666777
☏ 02-9614603. ✆ 01713016513
✐ Business Hour: (10:00AM To 08:00PM).
✐ Friday Hour: (03:00PM To 08:00PM).